Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন অপরাধী তালিকা ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বিশ্বের নবম দেশ হিসেবে যৌন অপরাধীদের তালিকা তৈরি করেছে ভারত। ওই তালিকায় দন্ডপ্রাপ্ত অপরাধীদের নাম, ছবি, আবাসিক ঠিকানা, আঙুলের ছাপ, ডিএনএ নমুনা, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) এবং আধার নম্বর থাকবে। যৌন অপরাধীদের এই তালিকায় সাড়ে চার লাখের বেশি মামলার নথি থাকবে। ভারতজুড়ে বিভিন্ন কারাগার থেকে তথ্য সংগ্রহ করে প্রথমবার এবং বারবার যৌন অপরাধকারীদের নাম থাকবে ওই তালিকায়। ভারত সরকারের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) ওই ডাটাবেজ রক্ষণাবেক্ষণ করবে। তিনি বলেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীই তদন্ত ও চাকরিপ্রার্থীর যাচাই-বাছাইসহ বিভিন্ন কারণে ওই ডাটাবেজ অ্যাকসেস করতে পারবে। যৌন অপরাধীদের এই তালিকাতে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে কোনও অপরাধীর তথ্য ১৫ বছর থেকে সারা জীবন পর্যন্ত সংরক্ষণ করা হবে। অপরাধের ধরন ও সাজার ভিত্তিতে যাদের ‘কম বিপজ্জনক’ চিহ্নিত করা হবে তালিকায় তাদের তথ্য ১৫ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। যারা ‘মাঝারি মাত্রায় বিপজ্জনক’ তাদের তথ্য ২৫ বছর পর্যন্ত এবং যারা ‘অভ্যাসগত অপরাধী, সহিংস অপরাধী, গণধর্ষণে দন্ডপ্রাপ্ত এবং অভিভাবকত্বে ধর্ষণের অপরাধী’ তাদের তথ্য সারা জীবন সংরক্ষণ করা হবে। এদিকে সূত্রের বরাতে জানা যাচ্ছে, যৌন অপরাধীদের ওই তালিকায় ধীরে ধীরে শিশু-কিশোর অপরাধীদের তথ্যও যোগ করা হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ