Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে ধ্রুব গুহ’র গানের দুই কোটি ভিউ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সংগীতশিল্পী ধ্রুব গুহ’র গাওয়া গান ইউটিউবে ২ কোটির গন্ডি পেরিয়েছে। তার ‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামের গান এই মাইল ফলক অতিক্রম করলো। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিও নির্মান করেছেন শুভব্রত সরকার। ২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছিলো এই গান। এটি ধ্রুব গুহ’র প্রকাশিত ২য় গান এবং এটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর হিসেব। গানটি আরও একটি আনঅফিসিয়াল সাইটে প্রায় কোটি ভিউ হতে যাচ্ছে। এর আগে তার প্রথম প্রকাশিত গান ‘শুধু তোমার জন্য’ এবং ৩য় প্রকাশিত গান ‘আদরে রাখিও বন্ধু’ কোটি ভিউ’র মাইল ফলক অতিক্রম করে। এ দুটি গানের কথা ও সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। এ প্রসঙ্গে ধ্রæব গুহ বলেন , একটি গান ইউটিউবের একটি চ্যানেলেই দুই কোটি মানুষ শুনেছে, তার চেয়েও বড় কথা হাজার হাজার পজেটিভ মন্তব্য করেছে, একজন সঙ্গীত শিল্পীর এর থেকে বড় সার্থকতা আর কি হতে পারে? প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই ¯্রষ্টার প্রতি। এরপর গানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। ভালোবাসা আর কৃতজ্ঞতা সকল দর্শক-শ্রোতার প্রতি। তাদের ভালোবাসার ফসলই আমি আজকের সঙ্গীতশিল্পী ধ্রæব গুহ। এ শিল্পী আরও বলেন , ভিউ সংখ্যা বাড়লেই একটি গান জনপ্রিয়, একথা বলা যাবে না। দেখতে হবে ভিউ সংখ্যার পাশাপাশি দর্শকের মন্তব্য, লাইকের বিষয়, লোকমুখে গানটি শোনা যায় কিনা সেই বিষয়টিও। সব মিলিয়ে আমি নি:সন্দেহে ভাগ্যবান। দর্শক-শ্রোতাদের এই ভালোবাসার প্রতিদান প্রত্যক্ষভাবে দেওয়ার সুযোগ আমি পাবো না। তাইতো গানের সাথে যুক্ত থেকে তাদের ভালোবাসার প্রতিদানে একটুহলেও ভালোবাসা তাদের প্রতি বিলিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত ধাকবে। উল্লেখ্য, গত জুলাই মাসে প্রকাশিত হয়েছে এই শিল্পীর ৫ম গান ‘তোমার ইচ্ছে হলে’। এর বাইরেও ধ্রুব গুহ তার নতুন গান নিয়ে কাজ করে যাচ্ছেন পুরোদমে। পাশাপাশি গানকে ভালোবেসে তার যত্নে গড়া অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে মান সম্মত বাংলা গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন নিয়মিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ