Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেদারল্যান্ডসে ট্রেনের ধাক্কায় ৪ শিশু নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১৯ এএম

জার্মান সীমান্তের কাছে নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলের শহর অসে ট্রেনের ধাক্কায় চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ‘কার্গো’ বাই-সাইকেলে ট্রেনের আঘাতে এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে বাবা-মায়েরা তাদের সন্তানদের পরিবহনের জন্য ‘কার্গো’ বাইসাইকেল ব্যবহার করেন।

সংবাদমাধ্যমকে দেশটির পুলিশ জানায়, কার্গো বাইক নামে যানবাহনটি বিদ্যুতের সাহায্যে চলে। বাবা-মায়েরা সন্তানদের পরিবহনে এটি ব্যবহার করেন। একটি প্রি-প্রাইমারি স্কুল সেন্টার থেকে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত দু’জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে পুলিশ জানায়, প্রত্যেক পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। এছাড়া ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের ধাক্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ