গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মহরম আলী (৫০) নামে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহরমের প্রতিবেশী বুলবুলি বেগম জানান, গতকাল সকালে তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মহরম আলী। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহরম আলী রেল লাইনের পাশেই ভ্যানে করে সবজি বিক্রি করতেন।
তিনি আরো জানান, মহরম আলী নরসিংদীর রায়পুরা থানার সওদাগর কান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বর্তমানে তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।