রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নিবার্হী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল এর মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা সেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খাল ব্রিজের সামনে পুলিশ বাধা দিলে সেখানেই সমাবেশ করে জেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক মোনাজ্জিন হোসেনর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুবদল নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই আমরা সকল নেতাকর্মীরা এক্য হয়ে রাজপথে নেমেছি আর এই রাজপথ থেকে লড়াই করে জেলে বন্দী থাকা সকল নেতাকর্মীকে মুক্ত করে নিয়েই ঘরে ফিরব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।