Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় ৩০ কি.মি. জুড়ে বিলবোর্ড!

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে এক আওয়ামী লীগ নেতার বিল বোর্ডে ছেয়ে গেছে। কক্সবাজার সড়ক প্রবেশ পথের শাহ্ আমানত সেতু থেকে মুজাফরাবাদ পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় ৪ শতাধিক বিলবোর্ড সাটাঁনো হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএর সহ-সভাপতি মোঃ নাছির এ বিল বোর্ডগুলো সাঁটিয়েছে। বিল বোর্ডগুলোতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা সরকারের ১০ বছরের গুরুত্বপূর্ণ উন্নয়ন চিত্র। তার মধ্যে রয়েছে পদ্মা সেতু, বিদ্যুৎ এর উন্নয়ন, সমুদ্র বিজয়, মহাকাশে স্যাটেলাইট বিজয়, , কর্ণফুলী টানেল, জঙ্গিবাদ দমন, বাংলাদেশকে মধ্যম আয় এর দেশে রুপান্তর, রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দান করে মানবতার মা হিসেবে শেখ হাসিনার উপাধি লাভ। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উন্নয়ন, আখতারুজ্জামান ফ্লাইওভার সহ চট্টগ্রাম ও ঢাকায় গুরুত্বপূর্ণ সড়কে ফ্লাইওভার নির্মান, সোলার বিদ্যুতে কৃষির উন্নয়ন সহ সরকারের ৩০টি জাতীয় উন্নয়নের চিত্র শোভা পাচ্ছে বিল বোর্ডগুলোতে। এ বিল বোর্ডগুলো লোকজনকে রীতিমত আকৃষ্ট করছে। আ’লীগ ও বিজিএমইএ নেতা মোঃ নাছির দীর্ঘদিন ধরে পটিয়া আ’লীগের তৃনমূলের একটি বিশাল অংশ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে। বিভিন্ন সময়ে তার আকষর্ণীয় কর্মকান্ডে তিনি আলোচনায় উঠে আসছে। এ ব্যাপারে মোঃ নাছির থেকে জানতে চাইলে তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পর অন্যান্য সরকারের চেয়ে বিগত ১০ বছরে তুলনাহীন উন্নয়ন করেছে। তার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। আমি একজন আওয়ামীলীগের নেতা হিসেবে তা তুলে ধরে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিলবোর্ড

১৪ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ