Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপেক্ষমাণ গ্রাহককে গ্যাস দেয়ার দাবি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

নগরীতে সংযোগ পেতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে অপেক্ষায় থাকা ২৫ হাজার গ্রাহককে অবিলম্বে গ্যাস সংযোগ দেয়ার দাবি জানানো হয়েছে। গতকাল (বুধবার) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা এ দাবি জানান। এলএনজি সরবরাহ করার পরও বছরের পর বছর অপেক্ষমান বাণিজ্যিক ও আবাসিক এসব গ্রাহকদের গ্যাস সংযোগ না দেয়ায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ঠিকাদার নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২৫ হাজারের বেশি গ্রাহক চার বছর যাবৎ গ্যাস সংযোগের জন্য যাবতীয় নিরাপত্তা জামানত, সংযোগ ফি, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রচুর অর্থ ব্যয় করে রাস্তা কাটার অনুমতি সংগ্রহ করে আভ্যন্তরীণ পাইপ লাইন নির্মাণসহ যাবতীয় কার্যক্রম শেষ করেছেন। অথচ তারা এখনো গ্যাস সংযোগ পাচ্ছেন না। গ্যাস সংযোগ না পাওয়ায় ঠিকাদাররা গ্রাহকদের তোপের মুখে পড়েছেন। ৪০০ ঠিকাদারসহ আরও দুই হাজার পরিবারের সদস্য গ্যাস সংযোগ কাজে জড়িত। কিন্তু কাজ না থাকায় তারা এখন বেকার জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোঃ ইকরাম চৌধুরীসহ নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ জানুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ