Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে যুবক নিহত

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ২:২৪ পিএম

পাবনায় ঈশ্বরদী উপজেলায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আল-আমিন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে। তিনি ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন।

নিহত আল-আমিন শেখ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের রাফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বুধবার আল-আমিন শেখ ‘লালমনি এক্সপ্রেসে’ ঢাকা থেকে ঈশ্বরদীর বাড়িতে যাচ্ছিলেন। ট্রেনটি সকাল ৮-০৫ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের গতি কমার সুযোগে লাফিয়ে নামতে যান আল-আমিন। এ সময় ধাক্কা লেগে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেল থানার ওসি সুবীর দত্ত জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবক নিহত

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ