বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ঘাটাইলে ধান ক্ষেতে পড়ে থাকা একটি ড্রামের ভেতরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর দ্বি-খণ্ডিত লাশ পাওয়া গেছে।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খিলপাড়া এলাকা থেকে তারা লাশটি উদ্ধার করেন।
নিহত হেলাল উদ্দিন (৩৫) পাশের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গাজী শেখের ছেলে। তিনি ঘাটাইল পৌর এলাকায় ভাঙ্গারির ব্যবসা করতেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও হেলাল গোপালপুরের বাড়ি থেকে ঘাটাইলে তার দোকানে এসে ভাঙ্গরির জিনিসপত্র সংগ্রহে বের হন।
বিকেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পান। পরে খিলপাড়া এলাকার লোকজন ধান ক্ষেতে ড্রামের ভেতরে লাশ দেখে পুলিশে খবর দেয়।
ওসি মাকসুদুল আলম বলেন, ‘লাশটি দ্বিখণ্ডিত ছিল। ধারণা করা হচ্ছে, হেলালকে পরিকল্পিতভাবে হত্যা করে ড্রামের ভিতরে লাশ ভরে ওই ক্ষেতের মধ্যে ফেলে যায় খুনিরা।’
তবে কারা কী কারণে হেলালকে হত্যা করে থাকতে পারে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা পরিবারের সদস্যরা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।