Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৪৫ পিএম

ইরানে যাত্রীবাহী বাস ও একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টায় রাজধানী তেহরান থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে কাশহান ও নাতাঞ্জার মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
ট্রাফিক পুলিশের কমান্ডার জেনারেল মোহাম্মাদ হোসেনই হামিদি বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তেলের ট্যাঙ্কারটি নিয়ম ভেঙে বাসটিকে ধাক্কা দিলে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই ১৯ জন মারা যায়।
প্রসঙ্গত, বেপরোয়া ড্রাইভিং, অনুন্নত রাস্তা-ঘাট এবং স্থানীয়ভাবে তৈরি নিম্নমানের যানবাহনের কারণে ইরানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মার্চ মাসে শেষ হওয়া ইরানি বছরে প্রায় ১৬ হাজার ৩০০ লোক মারা গেছে। সেইসঙ্গে আহত হয়েছে তিন লাখ ৩৬ হাজার। সূত্রঃ আল-আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ