Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবল কমিটির সভাপতি তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

তরফদার মোহাম্মদ রুহুল আমিন দেশের ক্রীড়াঙ্গণের আলোচিত ব্যক্তি। তৃণমূল থেকে ফুটবলের জাগরণ ঘটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ কামাল গোল্ড কাপের সাফল্যের পর জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গণের বিভিন্ন শাখায়। ফুটবল থেকে দাবাসহ অনেক খেলায় সহযোগিতায় হাত বাড়িয়েছে তার মালিকানাধীন সাইফ পাওয়ারটেক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি মনোনীত হলেন। রোববার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে ফুটবল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সদস্য নোমান আল মাহমুদ, মোঃ ইলিয়াস এবং আবু সামা বিপ্লব উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ