Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তের ২০০০ কি.মি. উচ্চ প্রযুক্তির নজরদারি বসাবে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের ২০০০ কিলোমিটার সীমান্ত এলাকায় উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা ( হাই-টেক সার্ভিলেন্স সিস্টেম) বসানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা শনিবার এ কথা জানিয়েছেন সাংবাদিকদের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কে কে শর্মা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের ২০০০ কিলোমিটারেরও বেশি সীমান্তকে বিপজ্জনক (ভালনারেবল) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আমরা উচ্চ প্রযুক্তি ব্যবহার করবো নজরদারি করতে। এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সীমান্ত অঞ্চলে এ ব্যবস্থা অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পাইলট প্রকল্পের প্রথম পর্যায়ে দুটি বøকে এই নিরাপত্তা ব্যবস্থা বসানো হবে। জম্মু সেক্টরে প্রতিটি ৫.৫ কিলোমিটার করে এ দুটি প্রকল্পে কাজ চলবে। আজ সোমবার এ প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই প্রযুক্তি ব্যবহার করে বিএসএফ সীমান্ত অঞ্চলে কোনো অস্বাভাবিক চলাচল সম্পর্কে অধিক পরিমাণে তথ্য পাবে। গ্রীষ্ম, শীত, তুষারপাত ও অধিক বৃষ্টির সময়ে প্রতিকূল পরিবেশে এ ব্যবস্থা সীমান্ত প্রহরা দিতে বিএসএফ জওয়ানদের সহায়তা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ