প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংবাদ পাঠিকা এবং উপস্থাপক হিসেবে পরিচিত নবনীতা চৌধুরী। এর পাশাপাশি তিনি গানও করেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গানের অ্যালবাম ‘আহারে সোনালি বন্ধু’। হাছন রাজার বিখ্যাত এ গানটির ভিডিও প্রকাশ করেছে জি-সিরিজ। এর সংগীতায়োজন করার পাশাপাশি ভিডিওটিতে নবনীতার সঙ্গে অংশ নিয়েছেন সংগীতশিল্পী, আজব ব্যান্ডের গায়ক লাবিক কামাল গৌরব। এটি নবনীতার নতুন অ্যালবামের শিরোনাম গান। নবনীতা বললেন, এটি আমার অ্যালবামের টাইটেল গান। অ্যালবামটি আগামী দেড় মাসের মধ্যে শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে বিশ্বাস। এর আগে গানটির ভিডিও প্রকাশ করা হলো। ভালোই সাড়া পাচ্ছি। উৎসাহ পেলাম। তিনি জানান, বাংলা গান সমৃদ্ধ করা মরমী কবি ও সাধকদের সৃষ্টি নিয়ে তার নতুন অ্যালবামটি সাজানো হয়েছে। যার মধ্যে রয়েছে লালন শাহ, হাছন রাজা, রাধারমণ, শিতালং শাহ ও রসিকলালের গান। এতে গান থাকছে মোট ৯টি। ২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সংগীতায়োজনে নবনীতার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশিত হয়েছিল। এবার লাবিক কামাল গৌরবের সংগীতায়োজনে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।