মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেনিয়ার বালিকা, যুবতীরা শুধু স্যানিটারি পণ্যের বিনিময়ে বাধ্য হচ্ছে যৌন সম্পর্ক স্থাপনে। ইউনিসেফের এক নতুন গবেষণায় দেখা গেছে, কেনিয়ার রাজধানী নাইরোবির পাশে আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় বস্তি কিবেরাতে ৬৫ ভাগ নারী স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করেন।
সেখানকার শতকরা পশ্চিম কেনিয়াতে বয়োঃসন্ধিক্ষণে পৌঁছা কিশোরীদের শতকরা ১০ ভাগই শুধু স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্কে জড়ায়। কেনিয়ার শতকরা ৫৪ ভাগ মেয়ে বলেছে তারা ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় স্যানিটারি পায় না। এটি পাওয়া এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের কাছে। স্কুলগামী বালিকাদের মধ্যে শতকরা মাত্র ২২ ভাগ নিজেদের স্যানিটারি পণ্য নিজেরা কিনে নিতে পারে।
ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন বিষয়ক ইউনিসেফের কেনিয়া প্রধান অ্যানড্রু ট্রেভেট বলেছেন, স্যানিটারি পণ্যের বিনিময়ে কেনিয়ায় বালিকাদের যৌন সম্পর্ক গড়ার ঘটনা অতি সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর জন্য দুটি কারণ আছে। তা হলো দারিদ্র্য এবং স্যানিটারি পণ্যের সরবরাহের বিষয়। কেনিয়ার বালিকা, যুবতী ও নারীদের এসব পণ্য কেনার মতো আর্থিক সামর্থ নেই। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।