Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে কাছে হার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইরাকের বিপক্ষে হার দিয়ে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করলো বাংলাদেশ। গতকাল কলম্বোতে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়েও জিততে পারেনি লাল-সবুজরা। ম্যাচে তারা হেরে যায় ৩-২ সেটে। প্রথম সেটে বাংলাদেশ ২৫-২০ পযেন্টে জয় পেলেও দ্বিতীয় সেটে ইরাক ২৫-১৮ পয়েন্টে জিতে। তৃতীয় সেট ইরাক জিতে নেয় ২৫-১৭ পয়েন্টে। চতুর্থ সেটে ফের বাংলাদেশ ২৫-২১ পয়েন্টে জয় পায়। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের পঞ্চম ও শেষ সেটে ইরাক ১৫-৯ পয়েন্টে হারিয়ে দেয় বাংলাদেশকে। টুর্নামেন্টে এই দু’দল ছাড়াও অংশ নিচ্ছে হংকং, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, মরিশাস ও স্বাগতিক শ্রীলঙ্কা। লিগ পদ্ধতির খেলায় প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে খেলবে। এরপর স্থান নির্ধারন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ