পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান আগামী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্ক সীমান্তের কাছাকাছি অবস্থিত বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর আক্রমণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে এএফপি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, তার দেশ এখনো সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ঘিরে সংকটের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, দুই নেতা রাশিয়ার সোচি শহরে বৈঠকে বসবেন। অপরদিকে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসীদের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার রিয়া নিউজ এ খবর দিয়েছে। শুক্রবার রুশ নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট পুতিন আলোচনা করেছেন। তিনি বলেন, “ইদলিবের সমস্ত সন্ত্রাসী এখন ওই প্রদেশের ‘নিরাপদ অঞ্চলে’ জড়ো হয়েছে এবং তারা যুদ্ধবিরতিতে বিঘœ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এছাড়া, সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র ব্যবহারসহ নানা ধরনের উসকানি দিচ্ছে। সিরিয়ার বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করা হলেও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের শক্ত অবস্থান রয়েছে। কয়েক সপ্তাহ ধরে রাশিয়া সমর্থিত সিরিয়ান বাহিনী ইদলিবের চারপাশে অবস্থান নিয়েছে। ফলে আসন্ন বিমান ও স্থল হামলার আশঙ্কা বাড়ছে। এ অভিযান সিরিয়ায় বিদ্যমান সাত বছরের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে আসবে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ ও মানবিক সাহায্য সংস্থাগুলো। অন্যদিকে তুরস্ক যুদ্ধবিরতির আহŸান জানানোর পাশাপাশি সম্ভাব্য আক্রমণ ঠেকাতে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করে যাচ্ছে। তুরস্ক বলছে, নতুন করে সংঘাত শুরু হলে তার সীমান্তে শরণার্থীদের ঢল নামবে। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।