Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইদলিব থেকে দুই লক্ষাধিক মানুষ পালিয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সম্প্রতি বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর পাশাপাশি এ অভিযানে অংশ নেয় আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া। আসাদবিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো এ অভিযানে অঞ্চলটিতে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত দুই সপ্তাহে ২ লাখ ৩৫ হাজারের অধিক বাসিন্দা এলাকাটি ছেড়ে পালিয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচএ-র এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রাশিয়ার সহায়তায় ইতোমধ্যেই সরকারবিরোধী বিদ্রোহীদের কাছ থেকে দেশের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে আসাদ বাহিনী। ফলে দেশটিতে ইদলিব-কেই বিদ্রোহীদের সর্বশেষ উল্লেযোগ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। তবে এখন বিমান হামলার মুখে লোকজন এলাকাটি ছাড়তে মরিয়া হয়ে পড়েছে। হামলায় বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা বলা হলেও বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসিএইচএ জানিয়েছে, নতুন করে সহিংসতা বৃদ্ধির ফলে বেসামরিক নাগরিকরা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। বিমান হামলার ফলে লোকজন পালিয়ে যাওয়ায় ইদলিবের দক্ষিণাঞ্চল ইতোমধ্যেই প্রায় খালি হয়ে গেছে। গত ১২ ডিসেম্বর থেকে রাশিয়া ও আসাদ বাহিনীর অভিযানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৪ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরান। অন্যদিকে সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ের কথা বলে সেখানকার বিদ্রোহীদের সমর্থন দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ