মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। গত কয়েক মাসে এখানে ব্যাপক গোলাবর্ষণের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটছে অজানা গন্তব্যে। ইদলিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আলেপ্পোতেও চলছে ব্যাপক বিমান হামলা। বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পো থেকে প্রায় ৫৯ কিলোমিটার দূরে ইদলিব এখন ভয়াবহ আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। ইদলিবে সাম্প্রতিক সময়ে বিমান হামলার অভিযোগের তীর রাশিয়ার দিকে। সেখানে হাসপাতালের কাছে একটি এলাকায় বিমান হামলায় বহু লোক মারা গেছে, যদিও রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্রিটেনভিত্তিক সিরিয়া বিষয়ক মানবাধিকার সংস্থা এসওএইচআর জানিয়েছে, গত সোমবার গভীর রাতে রাশিয়ার বিমান হামলায় ২৩ বেসামরিক লোক নিহত হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।