Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোহাজারীতে ১০ দোকান পুড়ে ছাই

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৭ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী সদর পৌর এলাকায় শুক্রবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। জানা যায়, ঘটনারদিন দুপুর সাড়ে ১২টার সময় দোহাজারী বাজারের ইসলাম সওদাগরের লেপের দোকানে আগুন লাগলে পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে পলাশের মিষ্টির দোকান, আলী হোসেনের মুদির দোকান, মাহামুদুল হকের মুদির দোকান, নাজিমুদ্দিনের শেরে বাংলা হোটেল, সুজনের সার ও বীজের দোকান, সিরাজুল ইসলামের দোহাজারী ভাতঘর, আবদুল নবীর কুলিং কর্ণার, আবুল কাসেমের চায়ের দোকান ও দীলিপের পানের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয় জনগণের সহযোগিতায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। চন্দনাইশ থানার ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্তব্যরত স্টেশন অফিসার বলেন, অনুমতি ছাড়া কোথাও যাওয়া নিষেধ। পরে আগুন লাগার ৫০মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অগ্নিকাÐের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অগ্নিকাÐে এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়। চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ