প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একই গানে নজরুল সঙ্গীত ও রবীন্দ্রসংগীতের দুটি গানের মিশেলে তৈরি হয়েছে নতুন গান। গান দুটি হলো- আমরা চঞ্চল ও মোরা ঝঞ্জার মতো। এই দুটি গান মিলিয়ে তৈরি এই বিশেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশ বরেণ্য ও জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। তারা হলেন সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, কণা, শুভ ও ঐশী। র্যাপ অংশে আছেন তৌফিক আহমেদ। সমন্বয় করেছেন গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন। বাপ্পা মজুমদারের সংগীতায়োজেন এটি নির্মিত হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের থিম সং হিসাবে। গানটি ভিডিও নির্মিত হলো প্রেক্ষাগৃহের ব্যানারে। এতে শিল্পীরা অংশ নিয়েছেন। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বললেন, আমার জন্য সত্যিই এটি আপ্লুত হওয়ার বিষয়। বেশ কিছুদিন আগে গানটি রেকর্ড করি। এতে রবীন্দ্রনাথের গানের মাঝখানে আনা হয়েছে নজরুলকে। বেশ মজার অভিজ্ঞতা হলো। এমনটা আগে আর হয়েছে কি না, জানা নেই। জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয়ে বিশেষ প্রচারণা ও প্রাপ্তি উপলক্ষে এটি নির্মিত হয়েছে। গানটির ভিডিও দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে। এছাড়া এটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলেও অবমুক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।