মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাঁর দল ও সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িকতার অভিযোগের মধ্যেই শনিবার ইনদওরে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শিয়া সংগঠন দাউদি বোরা সম্প্রদায়ের ভারতীয় শাখার ‘আশারা মুবারক’ অনুষ্ঠানে বক্তৃতা দেবেন তিনি।
অনেকেই মনে করছেন, সাম্প্রদায়িকতার অভিযোগের মুখ ঘোরাতেই এই প্রতীকি পদক্ষেপ করছেন মোদী। সামনেই মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের শতকরা হারও যথেষ্ট। তবে বিজেপির এক নেতার মতে, ভোটে সংখ্যালঘুদের মন জয়ের উদ্দেশ্য নিয়ে মোদী এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন— এমন ভাবার কারণ নেই। ব্যাপারটা এমনও নয় যে অটলবিহারী বাজপেয়ীর পথে হেঁটে মোদী উনিশের ভোটের আগে উদার কোনও অবস্থান নিতে চাইছেন।
তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য না থাকলেও বিধানসভা ভোটের আগে মুসলিম সমাজকে মোদী একটি বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রের দাবি, তিন তালাকের রায়ের পরে মুসলিম মহিলাদের কিছু সংখ্যক ভোট গেরুয়া শিবিরে আসতে পারে। আর সেটা এমন সময়ে হতে চলেছে যখন রাহুল গাঁধী হিন্দুভোটের দিকে মনোনিবেশ করেছেন। সূত্র- জিনিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।