Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১২ এএম

৩য় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বাসন্তী রানী ও সাধারণ সম্পাদক জ্যোতিস চন্দ্র বর্মন বলেন, আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও আমাদের প্রতিষ্ঠানকে এখনো জাতীয়করণের আওতায় আনা হয়নি। আমরা আশা করবো প্রধাণমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এর আগে ঠাকুরগাঁও জেলাস্কুল বড়মাঠ থেকে একটি মৌন মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে মানববন্ধনে যোগ দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়করণের দাবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ