Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরার শালিখা উপজেলা সদরে অবস্থিত আড়পাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা ঢাকা-খুলনা মহাসড় অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যশোর-মাগুরা আড়পাড়া সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয় পাশে প্রায় দুই শতাধিক গাড়ি আটকা পড়ে। মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে তাদের দাবির ব্যাপারে সান্ত¦না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন আড়পাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, সহকারী অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, কলেজ পরিদর্শক ও সাবেক যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াচুর রহমান শিকদার, প্রভাষক কাজি হুমায়ন ইউসুফ, ছাত্রনেতা আল ইমাম রাব্বি প্রমুখ। অধিকাংশ শিক্ষক বক্তব্যে বলেন, উপজেলা সদরের সব থেকে প্রাচীন কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও সম্মান কোর্স চালু রয়েছে। এখানে প্রায় ২০০০ ছাত্রছাত্রী রয়েছে। ১৯৮৫ সালে অবস্থিত হওয়ার পর থেকে সাফল্যের সাথে কলেজটি পরিচালিত হয়ে আসছে। প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলা সদরে একটি কলেজ জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন। এ জন্য বক্তারা প্রধানমন্ত্রীর কাছে অত্র কলেজটি সরকারিকরণের জোর দাবি জানায়। বক্তারা আরো বলেন, এলাকার শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, ও এলাকাবাসী একত্বতা ঘোষণা করে উপজেলা সদর আড়পাড়া ডিগ্রি কলেজ সরকারিকরণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ