রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতীর প্রাণ কেন্দ্রে কলেজ জাতীয়করণের দাবিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আমতলীতে ২ ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে আলহাজ শাফি উদ্দিন আহম্মদ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ঝিনাইগাতী বাজারের সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, ফজলুল করিম, শহীদুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুব সুলাইমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ঝিনাইগাতী সদরে ২টি কলেজকে বাদ দিয়ে উপজেলার শেষ সীমান্তের ১৩ কি.মি. দূরে অবস্থিত আদর্শ মহাবিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণার প্রতিবাদ জানান। বক্তারা বলেন, আর্দশ মহাবিদ্যালয় মিথ্যা ও ভুল তথ্য প্রদান করেন। কর্তৃপক্ষ তথ্যগুলো যাচাই-বাছাই না করেই উক্ত কলেজটিকে জাতীয়করণের খসড়া তালিকা প্রকাশ করেন। সঠিক তদন্ত হলেই এর রহস্য উন্মুচিত হবে। প্রয়োজনীয় তদন্তপূর্বক আদর্শ মহাবিদ্যালয়কে বাদ দিয়ে ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্র অবস্থিত আলহাজ শাফি উদ্দিন আহম্মদ কলেজ অথবা মহিলা আর্দশ ডিগ্রী কলেজকে জাতীয়করণের জন্য দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।