রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
উত্তর টাঙ্গাইলের ঘাটাইলে জি.বি.জি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে জি.বি.জি কলেজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ছাত্র-শিক্ষক-জনতার অবস্থানের কারণে প্রায় এক ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরুদ্ধ থাকে। ১৯৬৯ সালে ঘাটাইল উপজেলা সদরে সাত একর জমির মধ্যে প্রতিষ্ঠিত জিবিজি কলেজ। কলেজটিতে বর্তমানে ডিগ্রি অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে। শিক্ষার্থীর সংখ্যা চার হাজারের অধিক। বিগত ২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর নির্দেশে কলেজটি জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা অধিদফতরের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে ১৬ জুন শিক্ষক নিয়োগের নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। তারপরও প্রকাশিত জাতীয়করণের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট এস আকবর খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।