রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। ২০১৬ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কলেজটিকে জাতীয়করণের তালিকায় সংযুক্ত করার দাবিতে কলেজের শিক্ষক, ছাত্র, অভিভাবক ও উপজেলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজারহাট বাজারের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি, আন্দোলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সাজেদুর রহমান ম-ল চাঁদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সোলায়মান আলী, শিক্ষার্থী ইসরাত জাহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ। কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা জানান, স্বাধীনতা-পরবর্তী ১৯৭৩ সালে ৭ একর জমিতে কলেজটি স্থাপিত হয়। ৬টি বিষয়ে অনার্স কোর্সসহ সাড়ে ৩ হাজার শিক্ষার্থী এই কলেজে লেখাপড়া করেছে। ৪ তলা অবকাঠামো এবং জেলার শ্রেষ্ঠ কলেজ হওয়ার পরও জাতীয়করণের তালিকায় সংযুক্ত না করায় এলাকাবাসী চরমভাবে হতাশ। অবিলম্বে কলেজটি জাতীয়করণের জন্য সমাবেশে জোর দাবি জানানো হয়। পরে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।