Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএমএস-এর ব্যানারে কিশোরের কাটছিলো দিন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৩ এএম

নিজস্ব গায়কীর আলাদা একটা ঢং এর কারণে শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর দাস। উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান। এরই ধারাবাহিকতায় অনেকদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই তারকা। গানের শিরোনাম ‘কাটছিলো দিন’। গানের কথা লিখেছেন গালিব সরদার। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর নিজেই। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। রাজধানীর উত্তরা এবং পূর্বাচলের মনোরম লোকেশনে টানা তিনদিন শুটিং করে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মেলোডি নির্ভর এই গানের মডেল হিসেবে দেখা যাবে শারিকা ও বাঁধনকে। গানটি প্রসঙ্গে কিশোর জানান, ‘কাটছিলো দিন’ পুরোপুরি প্রেমের গান। আমার নিজস্ব ঢংয়েই গানটি করেছি। যে ঢংয়ে দর্শক-শ্রোতারা আমাকে পছন্দ করেন। আর গানটির গিটার বাজিয়েছেন কলকাতার বিখ্যাত গিটারিস্ট রাজা চৌধুরী। ডিএমএস এ এটা আমার প্রথম গান। আশা করছি আমার ভক্ত দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি। ভিডিও প্রসঙ্গে চন্দন রায় চৌধুরী বলেন- ‘গানটি অত্যাধিক প্রেমের, শ্রুতি মধুর একটি গান। ভিডিওতে তুলে ধরা হয়েছে প্রেমিক- প্রেমিকার প্রতিদিনের লাইফস্টাইল। আমি চেষ্টা করেছি কর্পোরেটের মধ্যে গ্ল্যামার মিক্স করার। যা দর্শকদের বাড়তি বিনোদন দিবে বলে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস) গানটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েব সাইট , জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ