Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমএস- এর ব্যানারে শানে’র মিউজিক ভিডিও সখী

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী শানের নতুন মিউজিক ভিডিও ‘সখী’। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘সখি তুই আমায় ভুলবি কেমন করে’ এমন কথার গানটি লিখেছেন তানিয়া সুলতানা। সুর করেছেন শান নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন শচি শামস। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রসঙ্গে শান বলেন, ‘সখি’ গানটির কথা, সুর এবং সংগীত সম্পূর্ণ ভিন্নমাত্রার। আমি গানটিতে আমার সর্বোচ্চ গায়কী দেয়ার চেষ্টা করেছি। গানটির ভিডিও নির্মাণের ক্ষেত্রে এর গল্প, লোকেশন থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে ভিন্ন মাত্রা। দর্শকরা পাবেন নতুনত্বের ছোঁয়া। আশা করছি, গানটি সব শ্রেণির দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ভিডিও নির্মাতা শুভব্রত সরকার বলেন, এই গানটিতে দর্শক সম্পূর্ণ নতুন একটি গল্প দেখতে পাবেন। গতানুগতিকতার বাইরে গিয়ে গানটির চিত্রায়ণ করার চেষ্টা করেছি। অনেকটাই ফিল্মি স্টাইলে নির্মিত হয়েছে ‘সখি’ গানটির ভিডিও। আশা করছি, দর্শকদের ভালো লাগবে গানের ভিডিওটি। উল্লেখ্য, গত বছরের আলোচিত গানগুলোর শীর্ষ তালিকায় ছিলো শানের ‘কন্যারে’ গানটি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ব্যানারে গানটি প্রকাশ হয় গত বছর এপ্রিলের শেষের দিকে। মাত্র নয় মাসেই গানটির ইউটিউব ভিউ কোটির ঘর অতিক্রম করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ