Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমএস এর ব্যানারে ইলিয়াস-নদীর হয়নি বলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রকাশিত হয়েছে ইলিয়াস হোসাইন ও মৌমিতা নদীর গাওয়া নতুন মিউজিক ভিডিও হয়নি বলা। ভিডিওতে ব্যতিক্রমী চরিত্র নিয়ে মডেল হয়েছেন নিলয় আলমগীর। নিলয়ের সঙ্গে অভিনয় করছেন কারিন নাজ। ওমর ফারুকের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং ভিডিওর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন নিজেই। টানা ৩ দিন শুটিং হয়েছে উত্তরা ও ঢাকার অদূরে ৩০০ ফিটের মনোরম লোকেশনে। গানটি প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে আমার র্দশক-শ্রোতাদের জন্য নতুন চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গান এবং ভিডিওটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’ নিলয় জানান, মিউজিক ভিডিওর গল্পটি যখন ইলিয়সের মুখে শুনি, শুনেই ভালো লেগে যায়। ভিডিওতে আমাকে সম্পূর্ণ নতুন গেটাপে দেখা যাবে। এরকম গেটাপে দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শূটিং ইউনিটকেই। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে। ধ্রæব মিউজক স্টেশন (ডিএমএস) আজ তাদের ইউটিউবে প্রকাশ করবে ‘হয়নি বলা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
ছবিঃ হয়নি বলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ