প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট : ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫’ ১ম রানারআপ হন খায়ারুল ওয়াসী। প্রথমবারের মতো মৌলিক গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন খায়রুল। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে আসছে তার ইপি অ্যালবাম ‘গোপন প্রেম’। ৩টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের সব গুলোগান লিখেছেন তারেক আনন্দ। ‘গোপন প্রেম’, ‘সুখপাখি’ ও ‘ভালোবেসে ভালো নেই’- তিনটি গানের সুর করেছেন খায়রুল নিজেই। ফোক ধাঁচের গানগুলোর সংগীতায়োজন করেছেন সজীব দাস। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এই ধারাবাহিকতায় প্রকাশ পাচ্ছে খায়রুলের এই অ্যালবাম। খায়রুল ওয়াসী বলেন, ক্যারিয়ারের শুরুতেই ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আমার প্রথম অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটা সত্যিই আমার জন্য অনেক ভালো লাগা। আশা করছি, তিনটি গানই শ্রোতাদের ভালো লাগবে। সজীব দাস বলেন, খায়রুলের কণ্ঠ এক কথায় অসাধারণ। প্রত্যেকটি গানের সুর খায়রুল ভালো করেছে। তিনটি ভিন্ন ঘরনার গান শ্রোতারা শুনতে পাবেন এই অ্যালবামে। অ্যালবামটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে গতকাল প্রকাশিত হয়েছে। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।