Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমএস-এর ব্যানারে তরুণ মুন্সীর বলিনি কিছুই

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : গান লেখা ও সুর করার পাশাপাশি কণ্ঠও দেন তরুণ মুন্সী। ইতোমধ্যে তার গাওয়া স্বার্থপর, আনলাকি থার্টিন, অবনী বাড়ি আছো?, ‘কিছু কিছু নাম্বার থেকে’ ‘মনের আশায়’, ‘চাইলে তুমি, ‘আশা নামের একটা পাখি’, ‘কারো কাছে’, ‘মনের মানুষ’ গানগুলো শ্রোতাদের মন জয় করেছে এবার দর্শক-শ্রোতাদের হৃদয়ে দোলা দিতে নতুন গান এবং গানের ভিডিও নিয়ে আসছেন তরুণ মুন্সী। ‘বলিনি কিছুই’ শিরোনামের গানটি লিখেছেন, সুর করেছেন এবং কন্ঠ দিয়েছেন তরুণ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী এবং তানবীর দাউদ রনি। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। ধামরাই এর বিভিন্ন মনোরম লোকেশনে ২ দিন চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে মডেল হিসেবে দেখা যাবে মনোজ কুমার ও জাহানারা মিতুকে। তরুণ মুন্সী বলেন, এই গানটির মাধ্যমে নতুন ডাইমেনশনে আমাকে চিনবেন শ্রোতারা। ভালোবাসা সকল শ্রোতার জন্য। যাদের জন্য আজও গান গাওয়ার সাহস করি। আশা করছি, আমার এই প্রচেষ্টা সবার ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি গতকাল তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং ইয়ন্ডার মিউজিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ