Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করতে চায় মিয়ানমার সেনা : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার রাজনৈতিক প্রচারণার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে রুদ্ধ করার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। রয়টার্স সাংবাদিকদের কারাদন্ডসহ পাঁচটি মামলা পর্যালোচনা করে মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এই মন্তব্য করেছে জাতিসংঘের সংস্থাটি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্পষ্ট ও বিপুল বিস্তৃত আইনে অনেককে গ্রেফতার ও বিচার করে মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার এই লক্ষ্য পূরণ করতে চায়। ‘অদৃশ্য সীমানা-মিয়ানমারে সাংবাদিকতার অপরাধের বিচার’ শীর্ষক এই প্রতিবেদনে সু চির সরকারের আমলের সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যালোচনা করে দেখা হয়েছে। ২০১৫ সালে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ক্ষমতায় আসার পর সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভয় ও আনুকূল্য ছাড়া মিয়ানমারে সাংবাদিকতা করা অসম্ভব হয়ে পড়েছে’। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময়ে গ্রেফতার করা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও’কে গত সপ্তাহে কারাদন্ড দেয় মিয়ানমারর একটি আদালত। ওই মামলাসহ মোট পাঁচটি মামলা পর্যালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। প্রতিবেদনে এই ঘটনাকে ‘আংশিক ভয়ানক ও মিয়ানমারে সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিচারিক হয়রানির হাই প্রোফাইল উদাহরণ’ বলে বর্ণনা করা হয়েছে। এছাড়া মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন করে কিভাবে তাদের গ্রেফতার ও বিচারকাজ চালানো হয়েছে তারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। মিয়ানমার বলছে উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে রয়টার্সের সাংবাদিকদের কারাদন্ড দেওয়া আদালত ছিল স্বাধীন। আন্তর্জাতিক স¤প্রদায় ওই সাংবাদিকদের মুক্তি দাবি করলেও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের কারাদন্ড ঘোষণা করা হয়েছে বলেও দাবি মিয়ানমারের। জাতিসংঘের মানবাধিকার কমিশনের নতুন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মিয়ান্ট কিয়াও। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী অং সান সু চির সরকারের সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছেন ইয়াঙ্গুনের কর্মকর্তারা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, এই প্রতিবেদনে আইনকে হাতিয়ার করে সরকারের আদালত ও সেনাবাহিনী কিভাবে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে তা বোঝা যাচ্ছে। তিনি বলেন, টিলিকমিউনিকেশনস, রাষ্ট্রীয় গোপনীয়তা এবং আমদানি-রফতানি সংক্রান্ত আইনগুলো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ