মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তীর্থযাত্রী নিয়ে ফেরার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৪০ জনের। তাঁদের মধ্যে ৬ জন আবার শিশু। মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার শনিভারাপেটে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি কোন্ডাগাট্টু থেকে তীর্থযাত্রীদের নিয়ে জাগতিয়ালে ফিরছিল। ফেরার পথেই এই দুর্ঘটনা। কোনওভাবে বাসটির ব্রেক ফেল করে যায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে চারবার পাক খেয়ে রাস্তার পাশে একটি খাদে গিয়ে পড়ে বাসটি। বাসে মোট ৭০ জন যাত্রী ছিলেন। যাঁদের ৪০ জনেরই মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন অনেকে।
ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পৌঁছেছেন জাগতিয়ালের পুশির সুপার সিন্ধু শর্মাও।
এই ঘটনায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।