বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে আয়নাল ইয়াকিন (৭৫) নামে এক মুক্তিযোদ্ধার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ সেপ্টেম্বর) মুক্তিযোদ্ধা আয়নাল ইয়াকিনের নিজ বাড়ি থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মুক্তিযোদ্ধা আয়নাল ইয়াকিন পৌর এলাকার কাটাঁবাড়ি গ্রামের মৃত সমশের উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, মুক্তিযোদ্ধা আয়নাল ইয়াকিনকে সোমবার গলায় ফাঁস দেয়া অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায়। তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার পরীক্ষা নিরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা আয়নালকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনা নিশ্চিত হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি নাথাকায় থানা লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ ব্যাপারে ডা: সঞ্জয় গুপ্ত ও ডাক্তার মহতরেমা ফাতেমা বলেন, মুক্তিযোদ্ধা আয়নালের গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।