Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মোজাম্মেল হককে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৩৮ পিএম

এবার যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে কাফরুল থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।
কাফরুল থানার ওসি সিকদার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কবে আবেদন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলতে পারছি না। শিগগিরই আপনাদের জানানো হবে।
এর আগে কথিত চাঁদাবাজির মামলায় গত বুধবার রাতে মোজাম্মেলকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ।

পর দিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে সেদিন তাকে কারাগারে পাঠান।

গত মঙ্গলবার চাঁদাবাজির এ মামলা করেন কথিত মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল।



 

Show all comments
  • Nann Chowhan ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২৫ পিএম says : 0
    Birodhi moto bad shorkarer birodhi holei je kono bishforok mamala dai kora jeno plisher nijjer ichsai hochse. Jodio kono birodhi motbadira eai dhoroner karjo kolape kono vabei jorito noy,Hashshokor gonotontro! Mmone hochse gonotontro shudhu shorkari doler jonnoi!desher manusher jonno noy....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোজাম্মেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ