পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সংসদ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরসহ যেসব স্থাপনা হয়েছে, এখানে আরও কিছু কবর দেয়া হয়েছে, সেগুলো অপসারণের অনুরোধ করছি। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। আজ শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ অনুরোধ জানান তিনি।
আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ করেননি- তবে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন- এমন ৩১০৭ জন 'ভুয়া মুক্তিযোদ্ধার’ সনদ বাতিল করেছে সরকার। এছাড়া গেলো দশ বছরে বাদ পড়েছেন, এমন চার হাজার একশ' ৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশন তথ্যের ডাটাবেজ সংরক্ষিত আছে। ডাটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসির ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল আইডি কার্যক্রম প্রক্রিয়াধীন। শিগগিরই একদিনে একযোগে ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।