Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

যারা পাকিস্তান প্রেমী তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত : আ.ক.ম মোজাম্মেল হক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ২:০৯ পিএম

শরীয়তপুরের জাজিরায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন- 'যারা পাকিস্তান প্রেমী, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত'।

সোমবার (২৬-সেপ্টেম্বর) দুপুর একটার সময় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকসহ উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মোহাম্মদ সামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামিলীগ সভাপতি মাষ্টার জিএম নুরুল হক এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবরসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইকবাল হোসেন মাসুদসহ মুক্তিযোদ্ধার সন্তানগন।

উল্লেখ্যঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী গতকাল রবিবার সন্ধায় শরীয়তপুর সদরে এসে অবস্থান করেন। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেলা সারে বারোটায় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে ভবনের উদ্বোধন ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা একটায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

জানা যায়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের অধীনে প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৮৮৪ টাকা ব্যয়ে জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির বাস্তবায়ন হয় গত প্রায় এক বছর পূর্বে। যার আনুষ্ঠানিক চুক্তি মূল্য ছিলো ২ কোটি ৪ লক্ষ টাকা।

 



 

Show all comments
  • MD Akkas ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫০ পিএম says : 0
    এ দেশ থেকে পাকিস্তানে আম পাঠানো লোকগুলো কি করবে!
    Total Reply(0) Reply
  • Md.Mzaman ২৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৪ পিএম says : 0
    আর ভারতের স্ত্রীগণ বাংলাদেশে কী করছে? তারা কেন ভারতে চলে যাচ্ছে না?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.ক.ম মোজাম্মেল হক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ