মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিরোধীদল কংগ্রেসসহ বামদলগুলো।
রাজনৈতিক দলগুলোর দাবি, অবিলম্বে ভারতে জ্বালানি তেলের মূল্য হ্রাস করতে হবে। পাশাপাশি কমাতে হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কংগ্রেস, বামদল ছাড়াও ওইদিন আলাদাভাবে ধর্মঘট ডেকেছে বিভিন্ন মাওবাদী কমিউনিস্ট পার্টিও। তৃণমূল কংগ্রেস বলছে, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোলা এ ইস্যুর প্রতি তাদের সমর্থন রয়েছে। আর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদই নয়, তারা প্রখ্যাত লেখক-কবি বারবারা রাওসহ বিশিষ্টজনদের গ্রেফতারেরও প্রতিবাদ জানাবেন। কলকাতায় বর্তমানে পেট্রোল ৮২ দশমিক ৮৮ ও ডিজেল ৭৪ দশমিক ৯২ রুপিতে বিক্রি হচ্ছে। এছাড়া দিল্লিতে পেট্রোল ৭৯ দশমিক ৯৯ রুপি এবং ডিজেল ৭২ দশমিক ৭ রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।