Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে-১ আসনের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আ.লীগ সদস্য আরিফুর রহমান দোলন।
গত দুই দিনে তিনি আলফাডাঙ্গার ঝাটিগ্রাম বাজার, মিঠাপুর, শিরগ্রাম, গোপালপুর বাজার এবং বোয়ালমারী সদর, জয়দেবপুর ও চতুলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। জনগণ তাদের সুবিধা-অসুবিধা খুলে বলেন। গণসংযোগকালে জেলা আ.লীগের এই নেতা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য জনগণের কাছে তুলে ধরেন।
আরিফুর রহমান দোলন বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
দোলন বলেন, ‘শেখ হাসিনার দর্শন হচ্ছে মানুষের উন্নয়ন। দেশের উন্নয়ন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করার সুযোগ বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা চাইলে আমি আপনার প্রতিনিধি নির্বাচিত হয়ে সেবক হিসেবে কাজ করে যাবো।’
এর আগে বোয়ালমারীতে ডায়াবেটিক সমিতি আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরিফুর রহমান দোলন। তিনি রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি এ ধরনের সমাজসেবামূলক কাজে ভবিষ্যতেও থাকবেন বলে জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ আব্দুর রহমান বাশার, সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা লিটন, বুড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব পান্নু, গোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মনিরুজ্জামান ইকু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, টগরবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি আলমগীর হোসেন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ