Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে অপসারণ প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান পেন্সের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণ করার প্রচেষ্টার যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছেন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্পের আমলে অর্থনীতির যে প্রবৃদ্ধি হচ্ছে তা থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের অভিযোগ উঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে পেন্স তার বিরুদ্ধে উঠা ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন। এরই মধ্যে সাক্ষাৎকারটি প্রচার করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এর আগে বুধবার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে ট্রাম্পকে অপসারণের প্রচেষ্টার বিষয়টি প্রকাশ করে। ‘ফেয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ শীর্ষক বইয়ে বব দাবি করেন, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে হোয়াইট হাউজের কর্মকর্তারা ২৫তম সংশোধনী আহ্বানের চেষ্টা করছেন। কিন্তু সিবিএসের কাছে সে অভিযোগ অস্বীকার করেন মাইক পেন্স। নিউ ইয়র্ক টাইমসের বুধবারের ওই প্রতিবেদনে মাইক পেন্সের বরাত দিয়ে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসনে যে প্রতিবাদ রয়েছে, আমিও তার অংশ।’ এ ছাড়া নাম উল্লেখ না করে কিছু কর্মকর্তারও বরাত দেওয়া হয়। নতুন ওই বইয়ের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত প্রেসিডেন্টকে অমান্য করছেন এবং তার টেবিল থেকে কাগজপত্র সরানো হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের ওই আর্টিকেলটি কে লিখেছেন তা তিনি জানেন না বলে উল্লেখ করেন পেন্স। তিনি বলেন, ‘এটি অপমানের। আমার মনে হয়, লেখক ও নিউ ইয়র্ক টাইমসের লজ্জিত হওয়া উচিত।’ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ২৫তম সংশোধনী আহŸানের ব্যাপারে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে পেন্স বলেন, ‘না, কখনও না। আমরা কেন সেটা করতে যাব?’ সিবিএস, গার্ডিয়ান।



 

Show all comments
  • অর্ণব ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৪:৪৩ এএম says : 0
    ট্রাম্পকে অপসারণ করলেই ভালো হতো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ