Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় চাঁদা দাবিতে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট আটক ৮

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৮ পিএম

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার গিলাপোল গ্রামে চাঁদা দাবিতে কুখ্যাত মিলন বাহিনী শনিবার রাতে খ্রিষ্টান সম্প্রদায়ের সলমন দাসের (৪৩) বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বাড়ির মহিলাদের পিটিয়ে আহত করে। পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে।
পুলিশ ও সলমন দাস জানান, মিলন বাহিনী দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। সলমন দাস চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শনিবার রাত সাড়ে দশটায় কুখ্যাত মিলন বাহিনী তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মারপিট করে ঘরে রক্ষিত জমি বিক্রয়ের নগদ সাড়ে ৩ লাখ টাকা, ৮ভরি স্বর্ণালংকার, ৩টি দামি মোবাইল লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা বাড়ির আসবাবপত্র ও টিভি ভাংচুর করে। আহত সলমন উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের জুরান দাসের ছেলে।
মিলন বাহিনীর ক্যাডার ও লাঠিয়াল বাহিনীর সদস্য ভাইপো আশিক, মমিন, আশরাফুল, ম্যানেজার শরীফ, লালচাঁন, ড্রাইভার ভূট্টোসহ সলমনের বাড়িতে হামলা, ভাংচুর চালানো হয়। এ সময় তার বাবা, স্ত্রী ও দুই মেয়েকে লাঞ্চিত করে তারা। গ্রামের লোকজন ভয়ে তাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আসার পরপরই তারা সটকে পড়ে।
হামলাকারীরা চলে যাওয়ার সময় সলমনকে হত্যার হুমকী ও মামলা না করার জন্য শাসিয়ে যায়। সে এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। এর আগে ২০১৬ সালে এ বাহিনীর সদস্যরা আমার শালি মায়া মারিয়া কর্মকারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। ঐ মামলায় এখনও কোন আসামী ধরা না পড়ায় তারা হামলা ও লুটপাট করতে সাহস পায়। উলাশী ইউনিয়নের চেয়ারম্যান¡ আয়নাল হক বলেন, আমি ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশকে জানাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছাই। মিলন বাহিনী অবৈধভাবে একটি পার্ক চালায়। যেখানে সব সময় অনৈতিক কর্মকান্ড চলছে। আমি বরাবরই এর প্রতিবাদ করে আসছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিয়ার রহমান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে হামলার সাথে জড়িত ৮ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৭ জনের নামে মামলা হয়েছে শার্শা থানায় মামলা নং-১৭ এবং তারিখ : ০৯.০৯.১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাংচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ