Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দম্পতির কাছ থেকে হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৯ এএম

মাদক ব্যবসায়ী এক দম্পতির পেটের ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। র‌্যাব-১১ এর একটি দল শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে আলাল (২৪) ও তার স্ত্রী নুর হাবিবাকে (২১) গ্রেফতার করে। পরে আলালে পায়ুপথে ৬শ’ পিস ও স্ত্রী নূর হাবিবার জামার সাথে বিশেষভাবে সেলাই করা অবস্থায় ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। র‌্যাব আরও জানায়, আলাল সিদ্ধিরগঞ্জের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। র‌্যাব-১১ এর একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজরদারী করছিল। সে ও তার স্ত্রী নূর হাবিবা নিয়মিত টেকনাফ হতে ইয়াবা বহন করে এনে মাদক ব্যবসায়ীদের কছে পৌঁছে দিত বলে জানা যায়। গত ৭ সেপ্টেম্বর তারা কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে করে টেকনাফ হতে ফেরার পথে চিটাগাং রোড হতে সন্দেহজনক ভাবে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের আলিফ ডায়াগষ্টিক সেন্টারে নিয়ে তাদের উভয়ের শরীর এক্স-রে করলে আলালের পেটের ভিতর ৩টি ইয়াবার পোটলার সন্ধান পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ