Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ায় সংসার ভাঙলো জনসনের

ব্রিটেনে বরিসের প্রেম নিয়ে যা বললেন পেট্রোনেলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দীর্ঘ ২৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ব্রিটেনের প্রাক্তন বিদেশমন্ত্রী বরিস জনসন। পর পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা হুইলার তাকে ছেড়ে চলে গেছেন। মারিনার বাবা চার্লস ছিলেন ব্রিটিশ চ্যানেলের সাংবাদিক। ভারতে এসে ওই চ্যানেলের হয়ে কাজ করার সময়ে মারিনার মা দীপ সিংহের সঙ্গে আলাপ। মারিনা-বরিসের চার সন্তান। বেশ কিছু দিন আলাদা থাকার পরে এই দম্পতি যৌথ ভাবে জানান, কয়েক মাস আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তার কয়েক দিন আগেই ব্রিটিশ একটি পত্রিকায় বরিসের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছিল। মারিনা মানবাধিকার সংক্রান্ত আইনজীবী। বরিস নিজে ব্রেক্সিটপন্থী হিসেবে গণভোটের সময়ে মেরিনার মতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। অপর দিকে বরিস জনসনের পরকীয়া সম্পর্কে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। এর ফলে এখন বেরিয়ে এসেছে তার রগরগে যৌন জীবনের কাহিনী। একে একে তার শিকারে যারা পরিণত হয়েছিলেন তারা মুখ খুলতে শুরু করেছিলেন। এমন একজন তার সাবেক এক রক্ষিতা পেট্রোনেলা উয়াট (৫০)। এক সময় তার কাছে বরিস জনসন বলেছিলেন, একজন পুরুষ একজন নারীকে নিয়ে সারাজীবন কাটিয়ে দেবেন এটা অযৌক্তিক। পেট্রোনেলা উয়াট এসব বিষয়ে মুখ খুলেছেন। তার সঙ্গে বরিস জনসনের যৌন সম্পর্কে একবার তার মিস ক্যারিজ হয়। ফলে তাকে গর্ভপাত করাতে হয়। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ