Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হবে

অভিযান চালানো সার্বভৌম অধিকার : সিরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশে সামরিক অভিযান চালানো আমাদের সার্বভৌম অধিকার। তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশ মুক্ত করে সন্ত্রাসীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হবে। ইদলিবে আসন্ন সামরিক অভিযান নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার সময় তিনি এসব কথা বলেন। জাফারি বলেন, দেশের ভেতরে সন্ত্রাসীদের হাতে থাকা কোন অঞ্চল মুক্ত করার জন্য সামরিক অভিযান চালানোর অধিকার আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদই দিয়েছে। এছাড়া নিরাপত্তা পরিষদে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের জন্য যে আইন পাস করা হয়েছে তাতেও সে অধিকার দেয়া হয়েছে। বাশার আল-জাফারি বলেন, স্থানীয় জনগণসহ সিরিয়ার লাখ লাখ মানুষের দাবি অনুসারে ইদলিবে অভিযান চালানো হবে। সেখানকার মানুষ সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ হয়ে আছে। সিরিয়ার এ কূটনীতিক যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, কোনো কোনো পক্ষ সন্ত্রাসীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। রয়টার্স।



 

Show all comments
  • হাফিজ ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:৩৬ পিএম says : 0
    আমেরিকার মদকপুষট সকল সনএাসৗদের আস্তানা ধ্বংস করে দিতে হবে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ