Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা বন্ধে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা সীমান্ত সম্মেলনে

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকের সিদ্ধান্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সীমান্তে হত্যাকান্ড শূন্যে কোটায় নামিয়ে আনতে প্রতিরোধমূলক যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে ৪৭তম সীমান্ত সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজিবির সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরের মধ্যদিয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ শনিবার বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফেরার কথা রয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, ইচ্ছাকৃত সীমান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিজ-নিজ দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং অসতর্কতাবশত সীমান্ত অতিক্রমকারী নাগরিকদের নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশী নাগরিক হতাহতের ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বিএসএফকে ধন্যবাদ জানান । তবে হতাহতের ঘটনা শূন্যের কোটায় নেমে না আসায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মা বলেন, সীমান্তে হতাহতের ঘটনা এড়াতে বিএসএফ নন-লিথেল অস্ত্র ব্যবহার করছে। এমনকি সশস্ত্র অপরাধীদের বিপদজনক আক্রমণের শিকার হয়েও বিএসএফ সর্বোচ্চ সহিষ্ণুতা প্রদর্শন ও ন্যূনতম শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্ত অপরাধীদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ করাসহ তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের অনুসন্ধানে বিজিবিসহ বাংলাদেশী অন্যান্য সংস্থার সহযোগিতার প্রশংসা করে এ বিষয়ে আরো সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান বিএসএফ মহাপরিচালক।
বাংলাদেশে এধরণের কোন গোষ্ঠির অস্তিত্ব নেই উল্লেখ করে বিজিবি মহাপরিচালক সাফিনুল ইসলাম জানান, বাংলাদেশ কখনোই অন্যকোন দেশের বিরুদ্ধে কোনো অপরাধী-সন্ত্রাসী গোষ্ঠীকে তার ভূমি ব্যবহারের সুযোগ দেয় না। সম্মেলনে উভয় পক্ষ মানবপাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি পাচারের শিকার হওয়া নাগরিকদের দ্রæত উদ্ধার করে নিজনিজ দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে বিএসএফ মহাপরিচালক ভারতীয় জাল মুদ্রা পাচার রোধে সহযোগিতা দেয়ার জন্য বিজিবিসহ বাংলাদেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেন। উভয়পক্ষই মাদক, অস্ত্র, স্বর্ণ পাচারসহ সবধরনের চোরাচালান বন্ধে একে অপরের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং চোরাচালান রোধের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। উভয় মহাপরিচালক যশোর সীমান্তে ‘ক্রাইম ফ্্ির জোন’ এর কার্যকারিতার প্রশংসা করেন এবং অন্যান্য সীমান্তে পর্যায়ক্রমে ‘ক্রাইম ফ্্ির জোন› ঘোষণা করতে নীতিগতভাবে সম্মতি প্রকাশ করেন। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া এ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামমের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। অপরদিকে, বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেন। মহাপরিচালক পর্যায়ের পরবর্তী সীমান্ত সম্মেলন ২০১৯ সালের মার্চ-এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

 



 

Show all comments
  • রাম কৃষ্ণ সরকার ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৮ পিএম says : 0
    ভারত সীমান্তে হত্যা বন্ধ করতে পারবে না কারণ ভারতের লোকেরা সরাসরি বাংলাদেশৗ চোরাকারবারিদের সাথে সামন্তে অবৈধ বিভিন্ন কাজে জড়িত.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নয়াদিল্লি

২৫ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ