মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে সত্য ধামাচাপা দেয়ার অপচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় চার মাস ধরে কারাগারে থেকে কৃশকায় হয়ে পড়া সাবেক পুলিশ ক্যাপ্টেন উ মোয়ে ইয়ান নাইং। তার স্ত্রী মা তু তু এ কথা জানিয়েছেন। মিয়ানমারের পুলিশ চক্রান্ত করে রয়টার্সের দুই সাংবাদিককে ফাঁসিয়েছে বলে আদালতে সাক্ষ্য দেয়ার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় নাইংকে (৪৭)। একই অপরাধে তাকে এক বছর কারাদণ্ড দেয়া হয়। স্ত্রী যখন কারাগারে স্বামীকে দেখতে যান তখন বারবার নাইং একটি কথা বলেন, ‘কিভাবে পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল তিন কো কো আমার সঙ্গে এ কাজটি করতে পারলো?’ ৪২ বছর বয়সী স্ত্রীও একই কথা বলেন। নাইং তার সাক্ষ্যে বলেছিলেন যে, তিন কো কো ছিলেন দুই রিপোর্টারকে চক্রান্ত করে ফাঁসানোর মূল হোতা। গত বছর ১২ ডিসেম্বর রয়টার্সের দুই সাংবাদিককে পুলিশ গ্রেফতার করে রাষ্ট্রীয় গোপন নথি হস্তগত করার অপরাধে। ২০ এপ্রিল আদালতে নাইং বলেন যে সাংবাদিকদের পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে। এ কথা বলার পরপরই নাইংকে গ্রেফতার করা হয় এবং পরে তার অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক বছরের জেল দেয়া হয়। আদালত তার শাস্তির মেয়াদ কমাতে অস্বীকার করে। ফলে তাকে পুরো এক বছ কারাগারে থাকতে হবে। মা তু তু বলেন, ‘আমি খুবই আঘাত পেয়েছি, আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে।’ এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।