বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সদ্য সমাপ্ত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
বৃহস্পতিবার বিকেলে বুলবুল তার আইনজীবী আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন।
বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। তাই আমি মনে করি এ নির্বাচন বাতিল হওয়া উচিত।
এদিকে বুলবুলের আইনজীবী আবুল কাশেমের সহকারী পারভেজ তৌফিক জাহেদী বলেন, মামলার সময় তার নেতৃত্বে পাঁচ আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালতের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন।
মামলায় বুলবুল ১৩৮টি কেন্দ্রে অনিয়ম ও ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট পান এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।
নগরীর ১৩৮ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়েছে। গড়ে ৭৮ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে নির্বাচনে। এখানকার ১২টি কেন্দ্রে ভোট পড়েছে ৯০ শতাংশ বা তার উপরে। এছাড়া ৪৮ কেন্দ্রে ৭০ শতাংশর উপরে এবং ৬০ শতাংশের বা এর উপরে ভোট পড়েছে ১৫ কেন্দ্রে। বাকি ছয় কেন্দ্রে ভোট পড়েছে ৬০ শতাংশের নিচে।
সর্বশেষ গত বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটকে শপথবাক্য পাঠ করান। বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ অক্টোবর। এরপরই মেয়রের চেয়ারে বসবেন লিটন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।