পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম ও ছাত্রনেতা মারুফ-আশাফসহ নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য মিছিল নিয়ে অগ্রসর হন। মিছিলটি টিএসসি, দোয়েল চত্ত¡র হয়ে মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশি বাধার মুখে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে ছাত্র ফেডারেশন। সেখান থেকে আগামী ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসে গণতান্ত্রিক শিক্ষায় এবং ছাত্র বন্ধুদের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মস‚চিও ঘোষণা করা হয়। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, আলোকচিত্রী শহিদুল আলম গণতন্ত্রের পক্ষের লোক। মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন, ছবি তুলেছেন। রাষ্ট্রের পক্ষে এরকম একজন শহীদুল আলম তৈরি করা সম্ভব নয়। বরং এই ধরনের মানুষদের নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে শহিদুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করছি। এদিকে মিছিল নিয়ে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে এগুতে চাইলে পুলিশের হামলায় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজীর আহত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমরা সুষ্ঠু কর্মস‚চি পালনের মাধ্যমে স্বারাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে অগ্রসর হচ্ছিলাম। তখন পুলিশ এসে আমাদের কর্মস‚চিতে বাধা প্রদান করে। এসময় আমাদের ঢাবি সভাপতি আহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।