Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথভাবে শীর্ষে ফাহাদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গ্র্যান্ড মাস্টারস দাবায় সপ্তম রাউন্ডের খেলা শেষে সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার ধূলিপাল্লা বালা চন্দ্রা প্রসাদ যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ভারতের নীলেশ সাহা পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ও ভারতের গ্র্যান্ড মাস্টার আর এম ললিত বাবু। চার পয়েন্ট করে নিয়ে এদের পরেই রয়েছেন- সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বেঙ্গল চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, চট্টগ্রামের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী তৃতীয় স্থানে রয়েছেন।
গতকাল সপ্তম রাউন্ডের খেলায় বালা চান্দ্রা নীলেশকে, ফাহাদ অনতকে, জিয়া নিয়াজকে, তৈয়ব আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, আমিন মোঃ শরীফ হোসেনকে, মালেক এস এম স্মরনকে, সুব্রত বিশ্বাস মালয়েশিয়ার নিক আহমদ ফারুকীকে ও শেখ নাসির আহমেদ ভারতের অনুষ্টুপ বিশ্বাসকে পরাজিত করেন। রাকিব ললিত বাবুর সাথে, মিনহাজ গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়–য়ার সাথে ও চঞ্চল কুমার ঘোষ মালয়েশিয়ার সামান্ত সুভ্রমনিয়ামের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সৈযদ মাহফুজুর রহমান ফিদে মাস্টার মেহেদী হাসানের সাথে এবং মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন আন্তর্জাতিক মহিলা মাস্টার সাহেলী বড়–য়া ধরের সাথে খেলছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা দু’টি চলছিল। আজ শুরু হবে অষ্টম রাউন্ডের খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাহাদ

২২ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ