মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাত তিনটা। সাধারণত এসময় মানুষ গভীর ঘুমেই থাকে। কিন্তু ঠিক ৩টায় বাসায় যদি কলিং বেজ বেজে ওঠে, আর দরজা খুলেই দেখা যায় কেউ নেই, তখন ব্যাপারটা একটু ভীতিই সৃষ্টি করে। আর যদি জানা যায়, দরজায় এক রহস্যময়ী নারী কলিংবেল দিয়ে গায়েব হয়ে যাচ্ছে তা আরো বেশি ভয়ংকর হয়ে দাঁড়ায়। টেক্সাসের এক বাড়িতে এই ঘটনা ঘটেছে। টেক্সাসের মন্টগোমারি কাউন্টির ওই বাসিন্দার বাড়ির বাইরে ছিল সারভিলিয়েন্স ক্যামেরা। যেখানে দেখা যায়, ছোট পোশাক পরে বাড়ির দরজার দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন এক মহিলা। এই পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু, কলিং বেল বাজিয়েই উধাও। বাড়ি থেকে বেরিয়ে আর কেউ দেখতে পেল না তাকে। যতক্ষণে বাড়ির লোকজন ডোরবেল শুনে ছুটে গিয়েছেন, ততক্ষণে মহিলা গায়েব। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, স্থানীয় সময় ৩টে ২৯ মিনিট নাগাদ ওই ডোরবেলের শব্দ শোনা গিয়েছিল। তাদের এক প্রতিবেশী জানিয়েছেন, আশেপাশের কয়েকটি বাড়িতেও নাকি ওইদিন ডোরবেল বাজার ঘটনা ঘটে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।