Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলিংবেল বাজিয়েই গায়েব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাত তিনটা। সাধারণত এসময় মানুষ গভীর ঘুমেই থাকে। কিন্তু ঠিক ৩টায় বাসায় যদি কলিং বেজ বেজে ওঠে, আর দরজা খুলেই দেখা যায় কেউ নেই, তখন ব্যাপারটা একটু ভীতিই সৃষ্টি করে। আর যদি জানা যায়, দরজায় এক রহস্যময়ী নারী কলিংবেল দিয়ে গায়েব হয়ে যাচ্ছে তা আরো বেশি ভয়ংকর হয়ে দাঁড়ায়। টেক্সাসের এক বাড়িতে এই ঘটনা ঘটেছে। টেক্সাসের মন্টগোমারি কাউন্টির ওই বাসিন্দার বাড়ির বাইরে ছিল সারভিলিয়েন্স ক্যামেরা। যেখানে দেখা যায়, ছোট পোশাক পরে বাড়ির দরজার দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন এক মহিলা। এই পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু, কলিং বেল বাজিয়েই উধাও। বাড়ি থেকে বেরিয়ে আর কেউ দেখতে পেল না তাকে। যতক্ষণে বাড়ির লোকজন ডোরবেল শুনে ছুটে গিয়েছেন, ততক্ষণে মহিলা গায়েব। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, স্থানীয় সময় ৩টে ২৯ মিনিট নাগাদ ওই ডোরবেলের শব্দ শোনা গিয়েছিল। তাদের এক প্রতিবেশী জানিয়েছেন, আশেপাশের কয়েকটি বাড়িতেও নাকি ওইদিন ডোরবেল বাজার ঘটনা ঘটে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গায়েব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ